Tuesday, December 24, 2013

কিভাবে ব্লগের সাইট ম্যাপ(Sitemap) তৈরি করতে হয়?


ব্লগ এর সাইট ম্যাপ তৈরি খুবই জরুরি তাই আজ আমরা সাইট ম্যাপ তৈরি করা শিক্ষবো ।
আপনার ব্লগ যখন মুটামুটি রেডি মানে সবাইকে দেখানো যায় আরকি বা সবার সামনে তুলে ধরার টাইম তখন আপনার প্রথম কাজ হলো সাইট এর সাইট ম্যাপ তৈরি করা কারন Google webmaster Tool এ একাউন্ট খুললে যে কাজটি প্রথমে করতে হবে তা হলো সাইট ম্যাপ(Sitemap) Submit করতে হবে। তাই এই পোষ্টে আমরা সাইট ম্যাপ(Sitemap) তৈরি করবো।
বিশ্বে অনেক ওয়েব সাইট আছে যারা সাইট ম্যাপ(Sitemap) তৈরি করে দেয় এবং যা আপনার ব্লগের র জন্য অনেক জরুরী তাই কিছু সাইট এর নাম দেওযা হলো যে কোন একটি তে গিয়ে তৈরি করে নেন আপনার সাইট এর সাইট ম্যাপ(Sitemap)।

http://www.xml-sitemaps.com
http://www.web-site-map.com
http://www.sitemapdoc.com

কি ভাবে তৈরি করবেন এটি আপনার উপর নির্ভর করে কারন আপনি কিভাবে পরিবর্তন চান তার উপর তাই নিজেই চেষ্টা করে দেথন আমি শুধু সাধারণ একটি উদাহরণ দিচ্ছি:
http://www.xml-sitemaps.com এই সাইট এর জন্য

নিচের ছবিটি খেয়াল করুন এবং কাজ গুলো করুন
কিছু সময় অপেক্ষা করুন দেখবেন নিচের মতো একটি পেজ আসবে



এখন ইচ্ছা করলে আপনি সাইট ম্যাপ টি Download করে রাখতে পারেন । ব্যাস তৈরি হয়ে গেল আপনার ব্লগ এর সাইট ম্যাপ।


"sitemap.html" এই অংশটি Google webmaster Tool  এ সাবমিট করতে হবে।


 Google webmaster Tool সম্পর্ক্যে জানতে এখানে ক্লিক করুন

0 comments: