প্রিমিয়াম টেমপ্লেট


একটি ব্লগকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে সবার সামনে উপস্থাপন করতে একটি টেমপ্লেট(Template) এর গুরুত্ব অপরিসীম। যেমন ধরেন একটি বাড়ি নিয়ে কল্পনা করা যাক। যখন একটি বাড়ি তৈরি করা হয় তখন একটি প্যান এর প্রয়োজন হয় যে আমি কোথায় বেড রুম,কোথায় রান্না ঘর,কোথায় বাথ রুম, ইত্যাদি। প্যান হচ্ছে একটি ব্লগের বিষয় বস্তু এর পর যা প্রয়োজন হয় হলো বাড়ি টি সাজানোর ব্যাপার যেমন কোন ঘর এ কি রং করা হবে,জানালায় বা দজায় কি রং বা কেমন পর্দা দিতে হবে ,বেড রুমে কোথায় খাট রাখতে হবে ইত্যাদি টেমপ্লেট হচ্ছে একটি বাড়ি ডেকোরেশন বা সাজানোর সমান মানে যেমন হেডারকেমন হবে এবং কোথায় দেথানো হবে ,এর অক্ষর সাইজ কত হবে,ব্লগ বর্ণনা কেমন হবে ইত্যাদি খুটি নাটি একটি টেমপ্লেট এর মধ্যে বিদ্যামান থাকে। এই পেজ এ শুধু কিছু প্রিমিয়াম টেমপ্লেট এর ডাউনলোড লিংক দেয়া হলো কিন্তু টেমপ্লেট(Template) এর যাবতিয় এডিটিং এবং টিপস্ টিপস্ এন্ড ট্রিক্স পেজ এ বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আলোচনা করা হবে। এর পরও যদি কোন টেমপ্লেট সম্পর্ক্যে আপনাদের কোন প্রশ্ন থাকে তবে সেই টেমপ্লেট এর মতামত বাক্সে জানান বা টেমপ্লেট এর নাম উল্লেখ করে আপনার প্রশ্ন লিখে আমাদের ইমেল করুন।

নিম্নে কিছু ফ্রি প্রিমিয়াম টেমপ্লেট দেওয়া হলো:
Super Clean


Sederhana

Istudio
Download


Luxury Yatching 

Smart-game

Modern Photography

GamePro

Latte-Blogger

Movie Prett

Tube Prett

0 comments: