উপার্জন

একজন ব্লগার হিসেবে আপনার কাছে ১০০% উপার্জন করার ক্ষমতা আছে। মানে সুযোগ আছে কিন্ত তা তাজে লাগাতে হবে।প্রথমে উপার্জন করতে গেলে কিছু বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং তা পালন করতে হবে। তাছাড়া উপার্জন/আয় করা সম্বব নয়। যেমন আপনি যদি চান আপনার ব্লগ থেকে Google Adsense এর মাধ্যমে আয় করবেন । ঠিক আছে করেন কিন্তু তা এতো সহজ নয় কারণ Google এতো সহজে কাউকে এই সুযোগ করে দিবে না এর জন্য অনেক নিয়মনীতি অনুসরণ করতে হয়।এমন অনেক সাইট আছে যা থেকে আপনি টাকা আয় করতে পারেন।এখন আসা যাক কি কি নিয়ম অনুসরন করলে সফলতা পাওয়া যাবে?

আপনাকে এমন একটি ব্লগ/সাইট খুলতে হবে যা সবার থেকে আলাদা হয় মানে কোন কপি বা পেষ্ট করা যাবে না।এমন একটি ব্লগ তৈরি করুন যেন ভিজিটরদের আকৃষ্ট ,নতুন কিছূ চিন্তা করুন।ব্লগে এমন কিছু যুক্ত করা যাবে না যা সকলের কাছে গ্রহনযোগ্য নহে। আরো অনেক বিষয় আছে যে গুলো অনেক অ্যাড পাবলিসাস সাইট গ্রহন করে না তাই খুব সর্তকতার সাথে ব্লগ তৈরি করতে হবে নিচে বিভিন্ন উপার্জন/আয় সম্পর্কিত সাইট এর বর্ননা তুলে ধরা হলো:


আসুন Google Adsense থেকে টাকা আয় করি।





বিশ্বের কিছু বড় বড় Advertisement কোম্পানি আছে যাদের ভিতর Adhitz অন্যতম হয়তো অনেকে এটিকে ভালোভাবে জানে নাকিন্তু এই সাইট অনেক দিন যাবত ব্লগার বা সাইট ওনারদের টাকা আয় করতে সাহায়তা করে আসছেএই সাইটটিতে বেশি ঝমেলার কোন কাজ নেই,নেই কোন Google Adsense  এর মতো Approve এর কষ্ট। তাই ঝটপট একটি একাউন্ট থুলুন এবং আপনার পছন্দ মতো অ্যাড বেছে নিনআর কি কি রেট এ অ্যাড নিতে চাচ্ছেন তাও উল্লেখ করুনআর টাকা তোলার কোন টেশন নাই এই সাইটটি Paypal এবং Payza এই দুটি পেমেন্ট সাপোর্টেডযেহেতু বাংলাদেশ থেকে Paypal এ টাকা তোলা একটিু কঠিন তাই Payza টা অনেক সুবিধার কারন এরা বাংলাদেশ এর যেকোন ব্যংক এ সরাসরি টাকা পাঠায়সুতরাং যারা বেশি ঝামেলা চান না তারা এই সাইট টি তে একটি একাউন্ট খুলুন এবং টাকা আয় করুন


Advertisement  এর জগতে Publisher  দের জন্য Infolink অনেক বড় একটা জায়গা তবে এদর কিছু নিয়ম নীতি আছে যা খুব ভালো ভাবে খেয়াল রাখতে হবে। তবে যে কেউ একাউন্ট খুলতে পারেন এবং আপনার ওয়েব নাইট বা ব্লগ এর জন্য রিকুয়েষ্ট পাঠাতে পারেন। যদি Approve করে তবে আপনি যে কোন সময় অ্যাড আপনার সাইট এ যুক্ত করতে পারবেন।আপনার একাউন্ট রেডি হতে ২-৩দিন সময় লাগতে পারে।এরা সব ধরনের অ্যাড প্রদান করে যেমন-পপ্ অ্যাড,স্লাইড,টেক্সট অ্যাড ইত্যাদি।আপনি এখান থেকে মুটামুটি ভাই আয় করতে পারবেন।এরা সাধারণত Paypal এবং Payoneer এ পেমেন্ট দিয়ে থাকে।আপনার সবচেয়ে বড় সুবিধা হলো Payoneer এর মাষ্টার কার্ড যেটি বাংলাদেশের যেকোন এটিএম বুস্থ এ সাপোর্ট করে। তাই হয়তো এই সাইটটি আপনার জন্য আয়ের একটি বিরাট মাধ্যম হতে পারে।তাই আজই চেষ্টা করে দেখুন।

আমাদের তো অনেক স্বপ্ন যে অনেক টাকা ইনকাম আমাদের ব্লগ বা সাইট থেকে করবো কিন্তু তার আগে কেউ কি আমাকে বলতে পারবেন বিশ্বের কোন সাইটটি একদিনে সবাধিক পরিমান টাকা আয় করে?
এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই জানেন কিন্তু এটা জানেন না কি পরিমান আয় করে?
দিলামতো আটকে অসুবিধা নেই আমি বলে দিচ্ছি।নিচের লিষ্ট টা ভালো করে লক্ষ করুন:


এই লিষ্ট থেকে বুঝতেই পারছেন এখানে এমনও সাইট আছে যারা দিনে ৫০ কোটি ডলার আয় করে। কি হিসাব টা শুনে অবাক হয়ে গেলেন তো ,অবাক হবারই কথা করন ধরেন গুগল প্রতিদিন কোটি কোটি মানুষের সামনে হাজার হাজার কোম্পানি বা সাইট এর অ্যাড তুলে ধরে যা থেকে আরো বেশি ইনকাম করার কথা ছিল তাই আমি বলবো এটা তাদের কাছে কিছুই না।এই লিষ্ট টা দেয়ার একটাই উদ্দেশ্য যাতে আমাদের ভেতর এমন এক ইচ্ছা তৈরি হয় আমরাও এমন কিছু করে দেখাতে পারি।একটা খথা ছিক চেষ্টা করলে মানুষ অনেক কিছু পারে তাই একটু চেষ্টা করে দেখুন হয়তো আপনিও পারবেন।

আসতে আসতে আরো কিছু সাইট এর নাম যুক্ত করা হবে আমাদের সাথে থাকুন প্রতিদিন নতুন কোন ব্লগ সম্পর্কিত টিপস্ নিয়ে আসবো।আর আপনাদের কোন পরামর্শ বা প্রশ্ন থকলে আমাদের সরাসরি জানান অথবা আমাদের মতামত বক্সে জনান।

0 comments: