আমাদের উদ্দেশ্য

বর্তমান বিশ্বে ব্লগিং একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়।বিশ্বের শতকরা ৫০% ইন্টারনেট ব্যবহারকারীই হচ্ছে ব্লগার।এদের মধ্যে অধিকাংশ ছাত্র বা তরুণ।আবার এদের ভেতর অনেকে এটিকে প্রফেশন হিসাবে বেছে নিয়েছে কারন এটি থেকে অনেক অর্থও উপার্জন করা যায়।একদিক থেকে দেখতে গেলে ব্লুগিং খুবই সহজ আবার আরেক দিক থেকে দেখতে গেলে ব্লগিং অতো সহজ বিষয় নয়।কারন ব্লগ তো আমরা সকলেই খুলতে পারি কিন্তু এতে সঠিক বিষয় বস্তু এবং সবার সামনে গ্রহনযোগ্য করে উপস্থাপন করা খুবই কঠিন কাজ।আবার সকলে যাতে এটি খুব সহজে খুজে পায় সেই দিকেও খেয়াল রাখতে হয়।এজন্যই আমরা এই ব্লগটি চালু করেছি যাতে আপনারা খুব সহজে ব্লগিং শিক্ষতে এবং অন্যদের শেখাতে পারেন।

আমাদের মূল উদ্দেশ্য হলো সহজ ও সঠিক ভাবে  ব্লগের সকল বিষয় বস্তু আপনাদের সামনে তুলে ধরা।আমরা এই ব্লগে যে বিষয় সমূহ আলোচনা করেছি তা নিম্নে তুলে ধরা হলো:


এই পেজ এর মাধ্যমে আপনি জানতে পারবেন ব্লগ কিকেন তৈরি করা হয় এবং কিভাবে তৈরি করা হয় এই রকম আরো অনেক প্রশ্ন ও তার উত্তর।

এই পেজ এর মাধ্যমে আপনি জানতে পারবেন ব্লগের খুটিনাটি সব ট্রিপস্ এন্ড ট্রিক্স সমূহ। 

ব্লগিং এর সব চেয়ে যে বিষয় টি অত্যান্ত গুরুত্বপূর্ণ তা হলো এসইও ।এই পেজ আমরা এসইও এর প্রায় সবদিক গুলো তুলে ধরতে চেষ্টা করেছি।

একটি ব্লগকে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে সবার সামনে উপস্থাপন করতে একটি টেমপ্লেট এর গুরুত্ব অপরিসীম তাই আমরা এই পেজ এ অসাধারণ কিছু টেমপ্লেট এবং তার বিভিন্ন দিক তুলে ধরেছি। 

টেমপ্লেট যেমন একটি ব্লকে সুন্দর বানাতে সাহায্য করে তেমনি উইটগেটও আপনার ব্লগের বিভিন্ন দিক ভিজিটর দের আকৃষ্ট করে যেমন:জনপ্রিয় পোষ্ট,অলাইন ভিজিটর এবং মোট পেজ ভিউ ইত্যাদি।

কেউ ব্লগ করে মজা পায় আবার কেউ টাকা পায়।এখন এই দুই দিক বিবেচনা করে দেখতে গেলে কোনটিও কমনা কারন আপনি ব্লগ করে মজা না পেলে ব্লগ এর প্রতি আপনার অনিহা জন্ম হবে আবার কোন কিছু দিয়ে যদি অর্থ উপার্জন করা করা যায় তবে তা মন্দ কিসব কিছু বিবেচনা করে দেখতে গেলে উপার্জন এর বিষয়টা কিন্তু কম না। তাই কিভাবে অর্থ উপার্জন করা যায তার নানা দিক তুলে ধরা হয়েছে এই পেজ এ।

এই পেজ এর মাধ্যমে আপনারা অসাধারন কিছু ওয়েব সাইট এবং ব্লগ এর তথ্য পাবেন।

ব্লগিং সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে পোষ্টটি বুঝতে পারছেন না তার নিচে মতামত ঘরে আপনার প্রশ্ন বা মতামত প্রকাশ করুন আমরা আমাদের সাধ্যমত আপনার প্রশ্নের উত্তর দিবো ।


আমাদের ই-মেইল- abbtips@gmail.com

0 comments: