Friday, January 17, 2014

আসুন Google Adsense থেকে টাকা আয় করি।

 Google Adsense থেকে টাকা আয় করার পূর্বে জেনে নেই  Google Adsense কি?
Google Adsense হলো একটি ট্রাফিক সাইট যার মাধ্যমে সাইট এর ভিজিটর বাড়ানো হয়ে। Google সাধরণত এটি থেকে বেশির ভাগ অর্থ আয় করে থাকে। এটি বিভিন্ন বড় বড় কোম্পানি বা সাইট এর Advertise প্রকাশ করার মাধ্যমে অর্থ আয় করে থাকে।এই Advertisement গুলো একটি নিদির্ষ্ট প্রোগাম দ্বারা পরিচালিত হয়ে থাকে যাকে Adwords বলা হয়।আমরা যখন গুগলে কোন কিছু সার্চ দেই তখন আমরা হয়তো উপরে বা ডান সাইট এ কিছু Sponsored Result  দেখা যায় যে গুলো গুগল এর অ্যাড।আমরা যখনই এই অ্যাড এ ক্লিক করে থাকি তখনই গুগল আয় করে।বর্তমানে গুগল এই আয় এ সুযোগ সুবিধাটা সবার সাথে সেয়ার করছে যার নাম Google Adsense।আপনি ভাবছেন গুগল কেন এটি করছে? গুগল এটি করছে কারন এতে গুগল এর লভ বেশি কারণ তারা আমাদের ইনকামের/আয় এর ৩২% কোন প্রকার ঝামেলা ছাড়া।আর বাকি ৬৮% আমাদের দিচ্ছে।তবে ভয় পাবেন না এতে যে আমরা কিছুই পাচ্ছি না তা না ।যত আমাদের সাইটর এর ভিজিটার আনতে পারবো ততো ইনকাম এর অন্য দিকে সাইট এর মূল্যও ততো বাড়বে।যাই হোক সে সব কথা থাক গুগল আমাদের প্রতি ক্লিক এ কি পরিমান অর্থ দেয় তা জেনে নেই।প্রতি ক্লিক এ ০.০২-১৫ ডলার ইনকাম করা সম্ভব।সাইট এর উপর নির্ভর করে ইনকাম আপনার সাইট যতোভালো আপনার ইনকামও ততো ভালো হবে।তাই বেশি বেশি এস.ই.ও করতে হবে।

Thursday, January 16, 2014

কিভাবে Flash Animated Label Cloud Widget আপনার ব্লগে যুক্ত করবেন?

এটি একটি অসাধারণ Widget আমরা সাধারণত অনেকেই Label Widget ব্লগে যুক্ত কতে চাইনা কারন Label  যত বাড়ে Widget ততো বড় হয় তাই।কিন্তু চিন্তার কোন কারণ নেই অসাধারণ এই Widget টি আপনার এই সব চিন্তা দুর করে দিবে Label যতোই বড় হোক না কেন Widget একই সমান থাকবে।নিচের ছবিটি খেয়াল করুন।

তাহলে এখন কাজের কথাই আসা যাক নিজের পদ্ধতিগুলো অনুসরন করুন:
১.আপনার ব্লগার এ Login করে Blogger Dashboard পবেশ করুন । এখন Layout এ ক্লিক করুন নিচের ছবির মতো দেখতে পাবেন।
undefined
২.এখন Add a gadget link এ ক্লিক করুন দেখবেন একটি Pop-up Box Open হবে।
অনেক গুলো Gadget এরভিতর HTML/JavaScript Gadget অপসনটি ক্লিক করে তা Open করুন ।
undefined

৩.এখন নিচের দেওয়া  Code  কপি করুন এবং তা পেষ্ট করুন। এখন Save এ ক্লিক করুন ব্যাস হযে গেল।

<center><script type="text/javascript">  /*<![CDATA[*/  var NBTFlashLabelSettings = {blogurl : "http://abpost.blogspot.com/", color : "99cc00", hoverColor : "333334", backgroundColor: "FFFFFF", size : 11, speed : 99, width: 300, height: 200, transparency :true  };  /*]]>*/  </script>  <script src="https://lables.googlecode.com/files/labels.js" type="text/javascript"></script></center>

এখানে http://abpost.blogspot.com/ এর পরিবর্তে আপনার ব্লগ এর নাম যুক্ত করুন।এর কেউ কালার,উচ্চতা,প্রসস্থ পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারেন।কোন প্রশ্ন ভাকলে অবশ্যই করবেন।

কিভাবে আপনার ব্লগে Online visitor widget/Gadget যুক্ত করা যায়?

খুব সহজেই আপনি যুক্ত করতে পারেন Online visitor widget/Gadget.
প্রথমে আপনাকে যা করতে হবে:
১.আপনার ব্লগার এ Login করে Blogger Dashboard পবেশ করুন । এখন Layout এ ক্লিক করুন নিচের ছবির মতো দেখতে পাবেন।
undefined 
 ২.এখন Add a gadget link এ ক্লিক করুন দেখবেন একটি Pop-up Box Open হবে।
অনেক গুলো Gadget এরভিতর HTML/JavaScript Gadget অপসনটি ক্লিক করে তা Open করুন ।
 undefined
এখন আমার দেওয়া নিচের সাইট টিতে যান দেখবেন নানারকম widget এর Script দেয়া আছে আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন।আমি নিম্নে Online visitor widget এর বর্ণনা দিলাম।
http://freehostedscripts.net
এ সাইট এ যান এখানে Online Users Counter অপসনে গিয়ে নিচের ছবির মতো দেখতে পাবেন


 এখানে Online User/ Online Users এর পরিবর্তে যে কোন কিছু বসাতে পারবেন।এখন Generate the HTML code ক্লিক করুন নিচের ছবির মতো পেজ পাবেন যেখানে code দেওয়া আছে এটি কপি করে পেষ্ট করুন HTML/JavaScript Gadget এর ভিতর এখন Save করে বেরিয়ে আসুন। ব্যাস কাজ শেষ।নিচের ছবির মতো দেখতে পাবেন।

আর বেশি ঝামেলা করতে না ইচ্ছা হলে নিচের কোড গুলো সরাসরি কপি করে পেষ্ট করুন।

<script language="JavaScript"> 
var ref = (''+document.referrer+'');
var w_h = window.screen.width + " x " + window.screen.height;
document.write('<script src="http://freehostedscripts.net/ocounter.php?site=ID3817093&e1=Online User&e2=Online Users&r=' + ref + '&wh=' + w_h + '"><\/script>'); 
</script>

Wednesday, January 15, 2014

ব্লগারদের জন্য কিছু Animated Recent Post Widget খুবই সাধারন স্টাইল এ।

Animated Recent Post Widget একটি অসাধারণ widget যার মাধ্যমে আপনি আপনার ব্লগ পাঠকদের নতুন পোষ্ট সম্পর্ক্যে অবহিত করতে পারবেন।এর নমনিয় ইফেক্ট আপনার ব্লগের পাঠকদের আকৃষ্ট করবে এবং ভিজিটরের সংখ্যা বাড়াতে সাহায্য করবে।এই Gadget এর কর্যকরী দিক হলো এটি একদম সদ্য প্রকাশিত পোষ্ট সমূহকে একটি ছবি যুক্ত সামারি আকারে সবার সামনে তুলে ধরে।এই widget গুলো একজন নতনি ব্লগার এর জন্য ও খুবই উপকারী এবং অতিসহজে সে এগুলো তার ব্লগে যুক্ত করতে পারবে।

কি-ওয়ার্ড (Keyword)কি এবং এর গুরুত্ব কত?

প্রথমে আপনাকে জানতে হবে কি -ওয়ার্ড(Keyword) কি?
কি -ওয়ার্ড হলো আমরা যখন Google বা Yahoo বা অন্য সার্চ ইঞ্জিন এ বিভিন্ন ওয়ার্ড বা লাইন লিখে সার্চ দেই  যেমন-Free Movies,Hollywood Movies ইত্যাদি। এই প্রতিটি লাইন বা শব্দ হলো এক একটি কি-ওয়ার্ড
এখন জানতে হবে কি-ওয়ার্ড কিভাবে কাজ করে ?
ধরেন আপনার একটি ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে Software এর উপর তাহলে এথন ভিজিটর এই সাইট এ যেতে অবশ্যই লখবে না free Movies তারা লখবে Software  ,free software ইত্যাদি।এই রকম হাজারো ওয়েব সাইট আছে Software এর উপর ।তাই এই কি-ওয়ার্ড এর উপর এস.ই.ও করা খুবই কষ্টের কাজ । এখন আপনাকে Software এর উপর এমন একটি কি-ওয়ার্ড (Keyword) নির্বাচন করতে হবে যার প্রতিযোগী কম এবং ভিজিটর বেশি।এই পদ্ধতি কে কি-ওয়ার্ড (Keyword) রিসার্স বলে।এখন যদি আপনি কোন ব্লগ তৈরি করেন তবে প্রথমে একটি ভালো কি-ওয়ার্ড (Keyword) বেছে নিলে ভালো হয়।

নিচে কিছু সাইট এর লিংক দেওয়া হলো যার মাধ্যমে আপনি সঠিক কি-ওয়ার্ড (Keyword) বেছে নিতে পারবেন।
https://adwords.google.com/o/KeywordTool

http://www.wordtracker.com/

http://www.bing.com/toolbox/keywords

কি-ওয়ার্ড (Keyword) এর ব্যবহার:কি-ওয়ার্ড (Keyword)কি তা আমরা জেনে গেছি এখন এর ব্যবহার সম্পর্ক্যে নিম্নে আলোজনা করা হলো:
(১)ডোমেন নেইম (Domain Name): ডোমেন নেইম (Domain Name) একটি অত্যান্ত গুরুত্বপূর্ন বিষয়। আপনার সাইট এর নাম কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে।সাইট এর নাম যদি কোন ভিজিটর মনে রাখতে না পারে তবে সেই সাইট এর নাম বা সেই সাইট তৈরি করার কোন অর্থ দাড়ায় না।এমন নাম দিতে হবে যাতে নামের সাথে সাইট এর বিষয় বস্তুর মিল থাকে। সার্চ ইঞ্জিন প্রথমে সার্চ করার সময় Domain URL সার্চ করে।এই জন্য ডোমেন নেইম এর প্রতি গুরুত্ব দিতে হবে।
(২)ওয়েব সাইট এর টাইটেল:- সাইটের টাইটেল সাইট এর সকল বিষয় বস্তু তুলে ধরে তাই সাইটের টাইটেল অনেক গুরুত্বপূর্ন একটি বিষয় সুতরাং এটি সঠিক ভাবে ব্যবহার করতে না পারলে তবে সাইট এর কোন মূল্য থাকবে না।টাইটেল দ্বারা ২টি বিষয়ে সুবিধা পাবেন একটি সার্চ ইঞ্জিন এ আপনার সাইট খুজে বের করা এবং ভিজিটর আসে যাতে আপনার সাইট এর ভালো ফিটব্যক পাওয়া যায়। সুতরাং কি-ওয়ার্ড (Keyword)এর জন্য সাইট টাইটেলঅনেক গুরুত্বপূর্ন।
(৩)আর্টিকেল লেখা:আর্টিকেল লেখার জন্য কি-ওয়ার্ড অনেক বড় ভুমিকা পালন করে থাকে।আর্টিকেল লেখার সময় খেয়াল রাখতে হবে যে প্রতি ১০০ ওয়ার্ড এর জন্য মিনিমাম ৩টা অথবা মাক্সিমাম ৩টা কি-ওয়ার্ড  ব্যবহার করা হয়।এতে করে আপনার আর্টিকেল টি অনেক আপকারে আসবে।যেমন আমি এই পোষ্ট এ অনেক বার কি-ওয়ার্ড ব্যবহার করেছি।এখন এই পোষ্টটি যদি কোন ফোরাম এ প্রকাশ করা হয় বা আমার এই সাইট থেকে  ৫-৬ পর Google এ বাংলায় কি-ওয়ার্ডলিখে সার্চ দিলে হয়তো প্রথম পাতাই পেয়ে যেতে পারেন। সুতরাং বুঝতে পাছেন এটির গুরুত্ব কত।
For more information click here

উপরের আলোচনা থেকে বুঝতে পাছেন যে কি-ওয়ার্ড কতটা উপকারে আসে। একটি সুন্দর কি-ওয়ার্ড দিতে পারে একটি সুন্দর সাইট ।তাই এখনি ঝটপট আপনার সাইট এর জন্য সুন্দর অধিক ভিজিটর সমৃদ্ধ কি-ওয়ার্ড নির্বাচন করুন।