Sunday, December 29, 2013

কিভাবে Blogger Home Page এ Posts Summary ,Thumbnail & Read More link যুক্ত করা যায় Java script ছাড়া?

অনেক টেমপ্লেট এ ডিফল্ট সেটিং হিসাবে হোম পেজ এ Full Post দেখা যায। এটি ভালে তবে অনেক ব্লগার চায় যে হোম পেজ এ যেন অনেক গুলো Post Summary আকারে প্রদর্শিত হয়। তারই প্রেক্ষিতে এ পোষ্টটি । এটি একটি Normal Coding সমৃদ্ধ পোষ্ট যেটির সাহায্যে আপনি আপনার পোষ্ট গুলোকে হোম পেজ এ Summary আকারে প্রদর্শন করতে পারেবেন তবে সব নয় আপনার ইচ্ছা মতো।যেমন ৫/৭/১০ ইত্যাদি সংখ্যক।যাই হোক আসল কাজে আসা যাক নিচে প্রক্রিয়াটি দেখানো হলো।


প্রথমে আপনার Blogger Dashboard Login করুন।
তারপর আপনার টেমপ্লেট(Template)টির একটি ব্যাকআপ ফাইল Download করে রাখেন।
এখন Edit HTML এ বক্লিক করুন।
আপনাকে যা করতে হবে CTRL+F  চাপুন এবং Find  Box এর ভিতর ভিতরে <data:post.body/> এই কোডটি পেষ্ট করে খুজে বের করুন এবং পুরো টেমপ্লেট এ এটি দুইবার পাবেন প্রথমটি না নিয়ে দ্বিতীয়টি সিলেস্ট করুন এবং নিচের কোডটি দ্বারা পরিবর্তন করুন মানে দ্বিতীয় কোডটি মুছে নিচের কোডটি বসান।

<b:if cond='data:blog.pageType != "item"'>
          <b:if cond='data:post.snippet'>
          <b:if cond='data:post.thumbnailUrl'>
              <div class='Image thumb'>
                <img expr:src='data:post.thumbnailUrl'/>
              </div>
          </b:if>
            <data:post.snippet/>
    <b:if cond='data:post.jumpLink != data:post.hasJumpLink'>
      <div class='jump-link'>
        <a expr:href='data:post.url + "#more"' expr:title='data:post.title'><data:post.jumpText/></a>
      </div>
    </b:if>
          <b:else/>
            <data:post.body/>
          </b:if>
      <b:else/>
      <data:post.body/>
      </b:if> 

এখন যা করতে হবে Find  Box এর </b:skin> এই কোডটি পেষ্ট করে খুজে বের করুন এবং এর পূর্বে CSS কোডের ভিতর নিচের কোডটি পেষ্ট করুন।ব্যাস কাজ শেষ এখন টেমপ্লেটি সেভ করুন এবং হোম পেজ এ গিয়ে রিফ্রেশ দিন।

.thumb img {
  float: right;
  margin: 0 0 10px 10px;
}


এর পর আপনার যদি ছবিটি ডানে না দিয়ে বায়ে প্রকাশ করতে চান তবে নিচের এই কোডটি সেট করুন।

.thumb img {
  float: left;
  margin: 0 10px 10px 0;
}


যদি কারো কোন প্রশ্ন থাকে করতে পারেন।


Saturday, December 28, 2013

কিভাবে Blogger Home Page এ Posts Summary ,Thumbnail & Read More link যুক্ত করা যায় Java script দিয়ে?



অনেক টেমপ্লেট এ ডিফল্ট সেটিং হিসাবে হোম পেজ এ Full Post দেখা যায। এটি ভালে তবে অনেক ব্লগার চায় যে হোম পেজ এ যেন অনেক গুলো Post Summary আকারে প্রদর্শিত হয়। তারই প্রেক্ষিতে এ পোষ্টটি । এটি একটি Java Script সমৃদ্ধ পোষ্ট যেটির সাহায্যে আপনি আপনার পোষ্ট গুলোকে হোম পেজ এ Summary আকারে প্রদর্শন করতে পারেবেন তবে সব নয় আপনার ইচ্ছা মতো।যেমন ৫/৭/১০ ইত্যাদি সংখ্যক।যাই হোক আসল কাজে আসা যাক নিচে প্রক্রিয়াটি দেখানো হলো।


প্রথমে আপনার Blogger Dashboard  Login করুন।তারপর আপনার টেমপ্লেট(Template)টির একটি ব্যাকআপ ফাইল Download করে রাখেন।
এখন Edit HTML এ বক্লিক করুন।

এখন আপনাকে যে কাজটি করতে হবে তা হলো নিচের কোডটি </head> এর আগে মানে পূর্বে বসাতে হবে। তাহলে CTRL+F  চাপুন এবং Find  Box এর ভিতর </head> বসান এবং কংক্ষিত কোডটি পেলে নিচের দেয়া কোড গুলো কপি করে </head> এই কোড এর পূর্বে Paste করুন।

<script type='text/javascript'>
    summary_noimg = 300;
    summary_img = 300;
    img_thumb_height = 250;
    img_thumb_width = 350;
    </script>
    <script type='text/javascript'>
    //<![CDATA[
    function removeHtmlTag(strx,chop)
    {
    if(strx.indexOf("<")!=-1)
    {
    var s = strx.split("<");for(var i=0;i<s.length;i++){if(s[i].indexOf(">")!=-1){s[i] = s[i].substring(s[i].indexOf(">")+1,s[i].length);}}strx = s.join("");}
    chop = (chop < strx.length-1) ? chop : strx.length-2;while(strx.charAt(chop-1)!=' ' && strx.indexOf(' ',chop)!=-1) chop++;strx = strx.substring(0,chop-1);return strx+'...';}
    function createSummaryAndThumb(pID){
    var div = document.getElementById(pID);
    var imgtag = "";
    var img = div.getElementsByTagName("img");
    var summ = summary_noimg;
    if(img.length>=1) {imgtag = '<span style="float:left; padding:0px 10px 5px 0px;"><img src="'+img [0].src+'" width="'+img_thumb_width+'px" height="'+img_thumb_height+'px"/></span>';
    summ = summary_img;
    }
    var summary = imgtag + '<div>' + removeHtmlTag(div.innerHTML,summ) + '</div>';
    div.innerHTML = summary;
    }
    //]]>
    </script>

উপরের কোড থেকে ভালো করে লক্ষ করুন:
১.summary_noimg= 300 মানে বুঝানো হয়েছে এতো গুলো ক্যরেকটার(character)দেখানো হবে যদি কোন ছবি না থাকে। সতরাং আপনি আপনার ইচ্ছে মতো এটির পরিবর্তন করতে পারেন।
২.summary_img= 300মানে বুঝানো হয়েছে এতো গুলো ক্যরেকটার(character)দেখানো হবে যদি কোন ছবি থাকে। সতরাং আপনি আপনার ইচ্ছে মতো এটির পরিবর্তন করতে পারেন।
৩.img_thumb_height = 250 এখানে Summary  তে যে ছবি প্রদর্শিত হবে তার উচ্চতার মাপ।
৪.img_thumb_width = 350 এখানে Summary  তে যে ছবি প্রদর্শিত হবে তার প্রসস্থ এর মাপ।

এখনো কাজ শেষ হয়নি। এখন আপনাকে যা করতে হবে Find  Box ভিতরে <data:post.body/> এই কোডটি পেষ্ট করে খুজে বের করুন এবং পুরো টেমপ্লেট এ এটি দুইবার পাবেন প্রথমটি না নিয়ে দ্বিতীয়টি সিলেস্ট করুন এবং নিচের কোডটি দ্বারা পরিবর্তন করুন মানে দ্বিতীয় কোডটি মুছে নিচের কোডটি বসান।

 <b:if cond='data:blog.pageType != &quot;static_page&quot;'>
<b:if cond='data:blog.pageType != &quot;item&quot;'>
<div expr:id='&quot;summary&quot; + data:post.id'>
<data:post.body/>
</div>
<script type='text/javascript'>createSummaryAndThumb
(&quot;summary<data:post.id/>&quot;);</script>
<div class='readmore-wrap'>
<span class='rmlink' style='font-weight:bold;padding:5px;float:right;text- align:right;'>
<a expr:href='data:post.url'>Read More&#187;</a>
</span>
</div>
</b:if>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<data:post.body/>
</b:if>
<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<data:post.body/>
</b:if>

ব্যাস কাজ শেষ এখন টেমপ্লেটি সেভ করুন এবং হোম পেজ এ গিয়ে রিফ্রেশ দিন। যদি কারো কোন প্রশ্ন থাকে করতে পারেন।

High PR Do-follow website এর লিষ্ট

আমরা সবাই High PR Back link সাইট খুজে বেড়াই যাতে আমাদের ব্লগ বা সাইট কে সাবমি করতে পারি এবং তার সার্চ ইঞ্জিন এ Rank বাড়ে,গুগলে যেন ভালো পেজ  Rank হয়। কিন্তু সেই সব সাইট কোথাই পাবো বা পাওয়া যাবে?
অতিতে আমরা High PR Do-follow লিংক অনেক ইপায় এ পেয়েছি এবং থুব সহজে সাবমি করেছি।এখন বর্তমান সময়ে High PR Do-follow back link পাওয়া অনেক কষ্টের কাজ তার উপর Google অনেক Forum Site এর PR কমিয়ে দিয়েছে করন তারা অনেক Linking করে থাকে তাই।আবার অনেকে High PR জন্য ব্যবসা করছে যা ভালো প্রভাব ফেলছে না।

কিন্তু এতো কিছুর মাঝেও আমরা কিছু সহজ উপায় পেয়েছি যেখান থেকে ভালো Back link পায়া যাবে।এইগুলো সাইট  এর PR ৬থেকে ৯ পর্যন্ত।

PR9 Back Links

www.Youtube.com
এই সাইটটি আপনাকে PR9 Back Link করে দিবে যদি আপনি তাদের পার্টনার হতে পারেন।একজন Youtube পর্টনার যে সব সুযোগ সুবিধা পায় তা নিচে আলোচনা করা হলো
  • Customized channel design.
  • Allowed to use ads on videos.
  • Allowed to have branding features.
  • Allowed to link back to this blog from channel page.
নিচে আরো কিছু লিংক দেয়া হলো:

PR9 Back LinksPR8 Back LinksPR6&7 Back Links
www.adobe.com
www.mozilla.com
www.adobe.com
www.altavista.com
www.amazon.com
www.apache.org
www.apple.com
www.berkeley.edu
www.bloglines.com
www.cbsnews.com
www.cdc.gov
www.cisco.com
www.cnet.com
www.cnrs.fr
www.com.com
www.cornell.edu
www.creativecommons.org
www.dhs.gov
www.elsevier.com
www.energy.gov
www.epa.gov
www.ercim.org
www.ethz.ch
www.ets.org
www.fao.org
www.firefox.com
www.flash.com
www.flickr.com
www.gamespot.com
www.grants.gov
www.harvard.edu
www.house.gov
www.hp.com
www.ieee.org
www.iht.com
www.indiana.edu
www.inria.fr
www.internet2.edu
www.jalbum.net
www.keio.ac.jp
www.loc.gov
www.macromedia.com
www.microsoft.com
www.mozilla.org
www.mysql.com
www.nasa.gov
www.nature.com
www.netscape.com
www.newsgator.com
www.nih.gov
www.noaa.gov
www.npr.org
www.nsf.gov
www.nytimes.com
www.opera.com
www.php.net
www.plone.org
www.real.com
www.regulations.gov
www.section508.gov
www.senate.gov
www.siteground.com
www.slashdot.com
www.slashdot.org
www.sourceforge.net
www.sun.com
www.times.com
www.un.org
www.unesco.org
www.upenn.edu
www.usdoj.gov
www.va.gov
www.webstandards.org
www.whitehouse.gov
www.who.int
www.wired.com
www.wordpress.com
www.wordpress.org
www.yahoo.com
www.yahoomail.com
www.aaas.org
www.acm.org
www.aol.com
www.aps.org
www.archive.org
www.arizona.edu
www.arxiv.org
www.asu.edu
www.barnesandnoble.com
www.blogger.com
www.brown.edu
www.bu.edu
www.cbc.ca
www.cern.ch
www.cmu.edu
www.colorado.edu
www.columbia.edu
www.computer.org
www.debian.org
www.dmoz.org
www.doi.gov
www.duke.edu
www.eb.com
www.ebay.com
www.economist.com
www.energystar.gov
www.excite.com
www.freshmeat.net
www.fws.gov
www.gnu.org
www.go.com
www.google.fr
www.hotbot.com
www.ibm.com
www.ietf.org
www.iie.org
www.imdb.com
www.intel.com
www.iom.edu
www.itu.int
www.java.com
www.jhu.edu
www.lycos.com
www.mapquest.com
www.metacrawler.com
www.msn.com
www.msnbc.com
www.msu.edu
www.nap.edu
www.nas.edu
www.nationalacademies.org
www.nist.gov
www.nokia.com
www.nrel.gov
www.oanda.com
www.opensource.org
www.oracle.com
www.ornl.gov
www.pbs.org
www.perl.com
www.pitt.edu
www.princeton.edu
www.psu.edu
www.python.org
www.realnetworks.com
www.realplayer.com
www.redhat.com
www.rutgers.edu
www.si.edu
www.stanford.edu
www.statcounter.com
www.state.gov
www.truste.org
www.uci.edu
www.uiuc.edu
www.umd.edu
www.umich.edu
www.umn.edu
www.unc.edu
www.usc.edu
www.usda.gov
www.utexas.edu
www.utoronto.ca
www.verisign.com
www.virginia.edu
www.vlib.org
www.washington.edu
www.windowsmediaplayer.com
www.winzip.com
www.wisc.edu
Getting Dofollow
PR7 Links From Wikipedia Articles

PR6 Links
www.labnol.org
www.comluv.com
www.problogger.net
www.dailyblogtips.com

উপরের দেওয়া সাইট গুলোতে গিয়ে একাউন্ট খুলুন এবং প্রফাইল / ব্লগ/মতামত(Comments)এ লিংক সাবমিট করুন।আশা করি একাই পারবেন যদি প্রশ্ন থাকে করতে পারেন।

Friday, December 27, 2013

Back Link কি এবং কি ভাবে তা সাবমিট করতে হয়?

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে Back Link কি ?
সবাই তার নিজের সাইটটি কে গুগোল এর ১নম্বর এর দেখতে চায়। কিন্তু সেই অনুযায়ী কাজ করে না।তাই আসুন এসইও এর সবচেয়ে বড় বিষয় Back Link এর কথা জেনে নেই। Back Link হচ্ছে নিজের সাইট এর লিংক অন্য কোন সাইট এ যে কোন ভাবে সাবমিট করা এবং সেই লিংক যাতে কোন না কোন ভাবে ভিজিটর কে আকৃষ্ট করে সেটি সরাসরি হতে পারে আথবা অন্য কোন ভাবে হতে পারে । যেমন আমি যদি কোন সাইট এ আমার মতামত প্রকাশ করি তবে তার সাথে আমি যদি আমার সাইট এর লিংক টি যুক্ত করে দেই তবে যদি সেই সাইট টির মালিক তা প্রকাম করে তবে আমি আমার সাইট এর জন্য Back Link পাব সেটি লকানো লিংক এর মাধ্যমেও হতে পারে একে Anchor Link বলে।তবে সব সাইট এ কাজ করবেন না করন সুযোগ পেলে এটা ব্যবহার করবেন যেমন আপনার সাইট রিলেটে সাইট এ মতামত প্রকাশ করলে কোন সম্যস্যা নেই । আর দেখবেন যারা লিংক কে অনুমদন দেয় শুধু তাদের ক্ষেত্রে করবেন না হলে করবেন না।

Back Link  সাবমিশন দুই প্রকার হয়ে থাকে 
১. Do Follow
২. No Follow
কিছু Do follow এবং No follow  High PR  site লিংক দেওয়া হলো।
Do Follow  এবং No Follow একে অপরের সংগে যুক্ত তাই দুটোই সমান ভাবে জরুরি তবে No Follow লিংক Do Follow ছাড়া তেমন কাজের না। কিন্তু আজ কাল Do Follow লিংক এর প্রতিযোগী বেশি তাই No Followএই ক্ষেত্রে অনেক কাজে লাগে।   

Thursday, December 26, 2013

কেমন করে আপনার ব্লগ বা ওয়েব সাইট কে Search Engine এ Submit করবেন?

undefined


শুধু Google এ ব্লগ বা ওয়েব সাইট কে Submit করলেই হবে না অধিক ভিজিটর পাওয়ার জন্য এবং সফল ব্লগিং করতে হলে আপনাকে নাম করা Search গুলোতে অবশ্যই আপনার ব্লটির জন্য আলাদা ভাবে ক্ষ্ট করতে হবে।
আপনাকে অবশ্যই ভালো ও শক্তিশালী ব্যকলিংক(Backlink)তৈরি করতে হবে এবং তা না হলে কোন সার্চ ইঞ্জিন এ আপনার সাইট এর জন্য অবস্থান হবে না।তাই ভালোভাবে প্রতিটি সার্চ ইঞ্জিন এ আপনার সাইটকে সাবমিট করতে হবে এবং পাশাপাশি নাম করা বড় বড় ওয়েব সাইট এ আপনার ব্লগ বা সাইট এর জন্য ব্যাকলিংক তৈরি করতে হবে।
                    
নিচে কিছু সার্চ ইঞ্জিন এর লিংক দেওয়া হলো এবং Google এ যে ভাবে সাবমিট করেছেন ছিক একই ভাবে এই সাইট গলোতেও করতে হবে।

সাইট সাবমিট এর পূর্বে কয়েকটি বিষয় মনে রাখতে হবে।সার্চ ইঞ্জিন এ সাইট সাবমিট করার জন্যকো টাকা লাগে না এবং আর টাকা দিয়ে কোন সাইট এর জন্য কাজ করলে সেইট কাজ ভালো হয় না বরং সাইট এর জন্য ক্ষতি বয়ে আনে।তাই নিজের নাইট এর জন্য নিজে কষ্ট করুন।এবার নিচের লিংক গুলোতে এ গিয়ে সাইট টি ভালোভাবে সাবমিট করুন।





প্রতিটি সাইট সাবমিট করার দুই সপ্তাহ পার হওয়ার পর যদি কোন সার্চ ইঞ্জিন Indexing না করে তবে আপনার সাইটটি সাবমিট এর চার সপ্তাহ পর পুনরাই সাবমিট করবেন এর আগে না কিন্তু।কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

Tuesday, December 24, 2013

কিভাবে আপনার ব্লগকে Google Webmaster Tool এ সাবমিট করবেন?


SEO এর জন্য Google Webmaster Tool একটি অনেক বড় বিষয়। তাই Google Webmaster Tool এ যে কোন সাইট কে খুব সর্তকতার সাথে Submit করতে হবে।আপনার সাইট টি যখন রেজি হবে তখন আপনার প্রথম কাজ হবে সাইট এর জন্য একটি সাইট ম্যাপ তৈরি করা।সাইট ম্যাপ(Sitemap) কিভাবে তৈরি করবেন তা এখানে ক্লিক করলেই পাবেন।
আপনার যদি www.blogger.com এ একাউন্ট থাকে তবে আর কোন একাউন্ট না খোলা থাকলে এখনি এই লিংক থেকে খুলে নিন।একাউন্ট খোলা হলে Google Webmaster Tool এ লগিং করুন।নিচের ছবির মতো Add Site এ ক্লিক করুন ।


এখন দেখবেন নিচের মতো একটি উইনডো আসবে যে খানে আপনার ব্লগ সাইট বা ওয়েব সাইট এর Address টি লিখুন এবং continue এ ক্লিক করুন


এরপর Google Webmaster Tool এর ড্যাস বোর্ড নিচের ছটির মতো আসবে এখানে সাইট ম্যাপ(Sitemap) ক্লিক করতে হবে এবং সাইট ম্যাপ(Sitemap) Submit করতে হবে।নিচের ছবি গুলো লক্ষ করুন।


ফাকা বক্সে “sitemap.xml” বসাতে হবে। ইচ্ছা করলে আপনি সাইট ম্যাপ(Sitemap) Submit টি টেষ্ট করতে পারেন। ব্যস হয়ে গেল আপনার সাইট ম্যাপ(Sitemap) Submit এর পালা। আপনি Google Webmaster Tool বিভিন্ন ট্যাব গুরে দেখেন আশা করি বুঝতে পারবেন না হলে না বুঝতে পারলে প্রশ্ন করেন আশা করি উত্তর পাবেন।