Monday, December 23, 2013

কিভাবে একটি ব্লগের পোষ্টগুলো বিপরীত ভাবে সাজানো যায় ?



প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো আপনার প্রথম পোষ্টটিকে একটি নতুন তারিখ দিন এবং তা মনে রাখুন।এরপর প্রতিটি পোষ্টকে আলাদা আলাদাভাবে তারিখ দিন তা যেন প্রথম পোষ্টের আগের তারিখ হয়। যেমন প্রথম পোষ্ট যদি ১২/১২/২০১২ হয়ে থাকে তবে এর পরের টা মানে ২য় টা ১১/১২/২০১২,৩য় টা১০/১২/২০১২ এইভাবে সিরিয়ালি তারিখ দিন।এটির সুবিধা হলো আপনার শেষ দিক থেকে সব সিরিয়াল হয়ে যাবে এমন কি আপনি আপনার ইচ্ছা মতো যে কোন পোষ্ট যে কোন জায় গায় আনতে পারেন আর চাইলে যে কোন একটি পোষ্ট কে হোম পেজ এ সেট করতে পারেন। নিচে প্রসেসটির ছবি দেয়া হলো।


যে কোন পোষ্ট এর ভিতরে Schedule এ ক্লিক করে Set date and time এ ক্লিক করে আপনার পছন্দের তারিখ এবং সময় দিয়ে Done এ ক্লিক করুন। খুবই সহজ একটি প্রসেস ট্রাই করেন পারবেন আর কোন মতামত থাকলে জানাবেন। 

0 comments: