এখন আসা যাক কিভাবে তা পরিচালনা
করতে হয়?
আপনার যদি একটা ফেসবুক প্রফাইল
থাবক তবে বিষয় টি বুঝতে তেমন কঠিন লাগবে না আর না থাকলেও সমস্যা নাই।
এখন আপনার blogger.com
একাউন্ট এ লগইন করেন তাহলে নিচের ছবির মতো দেখতে পাবেন
এখানে New Blog এ ক্লিক করে একটি নতুন ব্লগ তৈরি করুন। এইবার নিচের মতো একটি উইনডো আসবে যেখানে আপনার ব্লগের টাইটেল এবং এড্রেস টি লিখে ফেলুন।এখন Create blog এ ক্লিক করুন।
এখন আপনার তৈরি ব্লগটিতে ক্লিক করে ভেতরে ব্লগ ড্যাসবোর্ড এর ভিতরে প্রবেশ করুন এবং নিচের ছবিটি খেয়াল করুন।
ছবির মতো ভিজিটর গ্রাফটি তে কোন ভিজিটর দেখাবে না তাছাড়া সব ঠিক থাবে। সুতরাং তৈরি হয়ে গেল আপনার ব্লগিং ড্যাসবোর্ড এখন আপনাকে যা করতে হবে তা হলো ব্লগ এর বর্ণনা দিতে হবে তার জন্য আপনাকে সেটিং আপসন এ ক্লিক করতে হবে এবং Description এর Edit এ ক্লিক করে আপনার ব্লগ এর বর্ণনাটি লিখে ফেলুন।নিচের ছবিটি খেয়াল করুন।
এখনও আপনার ব্লগটি প্রকাশিত হয়নি যতক্ষন না আপনি একটি পোষ্ট না লিখে তা প্রকাশ করছেন।এখন পালা একটি নতুন পোষ্ট লেখার।New Post এ ক্লিক করুন দেখবেন একটি ফাকা পেজ আসবে নিচে লক্ষ করুন।
এখন ছবিকে দেখতে পাচ্ছেন যে আমি ১,২,৩,৪,৫ দিয়েছি এর মানে
১.এখানে আপনার পোস্টটির হেলাইন লিখুন
২.পোষ্ট এর বর্ণনা লিখুন
৩.লেভেল এ ক্লিক করে আপনার পোষ্টটি কিসের উপর মানে ক্যাটাগরি যেমন আমরা দিয়েছি blogging,bangla blogging ইত্যাদি।
৪.এখানে ক্লিক করে আপনার ব্লগকে প্রকাশিত করুন
এখান View Blog এ ক্লিক করলে আপনার ব্লগটি দেখতে পারবেন ।
মূল বিষয় গুলো তুলে ধরা হলো নিজে চেষ্টা করলে আসতে আসতে আরো আনেক কিছু জানতে পারবেন।
এখন আসা যাক ব্লগিং ড্যাস বোর্ড এর অন্যান বিষয়ে। নিচের ছবির নম্বর গুলো ভালো করে খেয়াল করুন।
১ Overview এখানে পুরো ব্লগ এর সারাংশ বুঝায়।
২. এখানে ক্লিক করে আপনার বিভিন্ন পোষ্ট দেখতে এবং তা সংশেধন করতে পারবেন।
৩.আপনি এই অপসনের মাধ্যমে আপনার বিভিন্ন পোষ্ট কে আলাদা পেজ এ লিংক করে দিতে পারেন যেমন আমাদের সাইট এ ব্লগিং,এস.ই.ও,সাইট ম্যাপ ইত্যাদি পেজ আছে।
৪.আপনার পোষ্ট এ কে কে মতামত প্রকাশ করলো আপনি তা দেখতে এবং উত্তর দিতে পারবেন আর যদি করো মতামত পছন্দ না হয় তা মুছে ফেলতে পারবেন।আপনি ইচ্ছ করলে মতামত অপসনটি মুছে ফেলতে পারেন।
৫.এটি আপনার ব্লটিকে google +এর সাথে সংযুক্ত করবে এবং আপনার পোষ্ট গুলোকে সেয়ার করবে।আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন।
৬.এই অপসনের মাধ্যমে আপনি আপনার ব্লগ এর মোট ভিজিটর দেখতে পারবেন,দৈনিক ভিজিটর,কোথায় খেকে তারা আসছে এবং কোন দেশ থেকে কত জন আসছে সব কিছু দেখতে পারবেন এবং আর একটি বিষয় আপনি যখন আপনার ব্লগ টি ভিজিট করেন তখন কিন্তু এটি আপনাকে নিয়ে মোট ভিজিটর হিসাব করে এখান থেকে আপনি আপনার ট্রাকিং অফ করতে পারবেন।
৭.এটি উপার্জন এর উপর এটি নিয়ে উপার্জন পেজ এ বিস্তরিত আলোচনা করা হয়েছে।
৮. লেআউট হলো বাড়ির জানালা দরজার মতো যে আপনার ব্লগে কোথায় কি সেট করবেন যেমন-Popular Post,Recent Post,Online Visitor Blog Archive আমাদের ব্লগ যেহেতু বাংলায় তাই আমরা জনপ্রিয় পোষ্ট,ব্লগে সংরক্ষিত পোষ্টসমূহ ইত্যাদি সেট করেছি।এর উপর আরো বিস্তরিত টিপস্ এন্ড টিক্স পেজ এ পাবেন এবং বিভিন্ন প্রকার উইটগেট আপনি উইটগেট পেজ এ পাবেন।
৯.টেমপ্লেট হলো ব্লগ এর বাহিরের সুন্দর্য আপনার বাড়ি যদি দেখতে সুন্দর হয় তবে মানুষ কি করবে তাকিয়ে থাকবে তাইতো ঠিক তেমনি আপনার ব্লগ এর সুন্দর্য ভিজিটর কে আরো আকৃষ্ট করবে।এখান থেকে আপনি অনেক ডিফল্ট টেমপ্লেট পাবেন যা সেট করতে পারেন আপনার ব্লগে অথবা বাহিরের টেমপ্লেট ও সেট করতে পারেন।
১০.এই অপসানটি অনেক বড় একটি বিষয় তাইেএটির উপর একটি পোষ্ট আপনারা টিপস্ এন্ড টিক্স পেজ এ পাবেন।
আশাকরি কিছুটা হলোও আপনাদের ব্লগার ড্যাসবোর্ড সম্পর্কে ধারণা হয়েছে। যদি কোন প্রশ্ন বা মতামত থাকে তবে তা প্রকাশ করতে পারেন।
0 comments:
Post a Comment